সাতকানিয়ায় হাত পা বাধা অবস্থায় দিনমজুরের লাশ

কলিম উল্লাহ।

সাতকানিয়ায় থানা পুলিশ হাত-পা বাঁধা অবস্থায় এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বনিকপাড়া সুয়াদার ভাঙ্গা এলাকার বাঁশ ঝাড় থেকে লাশ উদ্ধার করা হয়।ধারণা করা হচ্ছে, শুক্রবার দিবাগত রাতের শেষ ভাগের যে কোন সময় তাকে হত্যা করা হয়েছে।

স্থানীয়রা জানান, নিহত দিনমজুরের নাম শাহাব উদ্দিন (৩৫)। তিনি উপজেলার মাদার্শা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মাঝের দোকান এলাকার হাজী নুর আহমদের ছেলে। শাহাব এক ছেলে ও এক মেয়ের জনক। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক