আনোয়ারায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গ্রেফতার

রেজাউল করিম রাজু।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ঝিউরী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও আনোয়ারা মেম্বার অ্যাসোসিয়েশনের সভাপতি সরওয়ার জাহান (৫৮) আটক করেছে পুলিশ।

সোমবার (৪ মে) দিবাগত রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিউরী এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, সরওয়ার জাহান উপজেলার বারখাইন ইউনিয়নের ১ নম্বর ঝিউরী ওয়ার্ডের শাহজাহান চেয়ারম্যানের বাড়ির মৃত হাজী বজলুর রহমানের ছেলে।
এ ব্যাপারে জানতে চাইলে চট্রলার কন্ঠকে
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘বিএনপির মিছিলে হামলার মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরওয়ার জাহানকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক