ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে সিলিন্ডার বিস্ফোরণ

মাইনুদ্দিন সাগর।

নোয়াখালীর হাতিয়ায় উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের সবাই রোহিঙ্গা। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন ৮১ নম্বর ক্লাস্টারের সফি আলমের মেয়ে মোবাশ্বেরা (৩), আবদুল হাকিমের ছেলে বশির উল্ল্যাহ (১৫), আবদুর শুক্কুরের মেয়ে রশিদা (৩), আজিজুল হকের মেয়ে জোবায়েদা (১১), আমেনা খাতুন (২৪), মোহাম্মদ তৈয়বের ছেলে সফি (১২), সফি আলমের ছেলে রবিউল (৫), আজিজুল হকের ছেলে সোহেল (৫) ও তার ছেলে রাসেল (৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারের একটি কক্ষের বারান্দায় থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে পাশে থাকা নারী ও শিশুসহ ৯ জন দগ্ধ হয়। পরে অন্য রোহিঙ্গারা এগিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করায় বড় রকমের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। অগ্নিদগ্ধদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালে উপপরিচালক ডা. হাসিনা জাহান জানান, অগ্নিদগ্ধ ৯ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলম ভুঁইয়া চট্রলার কন্ঠকে জানান, আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আগুনে কোনো কক্ষের ক্ষয়ক্ষতি হয়নি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক