রাঙামাটির কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের পাওয়ার হাউস সংলগ্ন কর্ণফুলী নদীতে শখের বড়শিতে ২০ কেজি ওজনের কোরাল মাছ ধরা পড়েছে। বুধবার (৩০ এপ্রিল) বিকাল ৪টায় বিদ্যুৎকেন্দ্রের কর্মচারী কামরুল ইসলামের বড়শিতে মাছটি ধরা পড়ে। যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা।
চট্টলার কন্ঠকে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের জাতীয় বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন শাখার সভাপতি মো. বেলাল হোসেন জানান, বড়শিতে ধরা পড়া কোরালটি যিনি পেয়েছেন তিনি বিক্রি করেননি। সবাই মিলে এটি ভাগ করে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের পাওয়ার হাউসের নিচে কর্ণফুলী নদীতে পানি নিষ্কাশন এলাকায় প্রায় সময় বড়শি ফেলে বড় বড় মাছ পাওয়া যায়। এর আগে বেশ কয়েকটি কোরাল মাছ পাওয়া গিয়েছিল।