মহসীন কলেজের ছাত্রলীগের নেত্রী কাকনকে পুলিশে তুলে দিল ছাত্ররা

চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখা ছাত্রলীগের নেত্রী ইসরাত জাহান কাকনকে আজ রবিবার পুলিশ হেফাজতে নিয়েছে চকবাজার থানা পুলিশ।

রবিবার (৪ মে) দুপুরে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করলে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
জানতে চাইলে আর কন্ঠকে চকবাজার থানার ওসি জাহিদুল কবির বলেন, “কলেজ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নিয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।”

শিক্ষার্থীদের অভিযোগ, ইসরাত জাহান কাকন ক্যাম্পাসে বারবার বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছিলেন। ছাত্র রাজনীতি বিরোধী সে বিভিন্ন সময় উসকানি দিচ্ছিল বলে জানায়। তার বিরুদ্ধে কোন মামলা আছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক