শোয়েব মাহমুদ
চট্টগ্রামের হাটহাজারীতে গণপিটুনিতে মো. রাহাত (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে পৌর সদরের নুর মসজিদ এলাকায় চুরির অভিযোগে তাঁকে গণধোলাই দেয় স্থানীয়রা।
নিহত রাহাত পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলীপুর গ্রামের বদু চৌধুরী বাড়ির শরাফাত উল্লাহ টিপুর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৩টার দিকে নুর মসজিদ এলাকায় হাতিনার দীঘির পাড়ে ফয়জুল্লাহ আনসারীর নির্মাণাধীন বাড়ির তৃতীয় তলায় ভেন্টিলেটর ভেঙে ওই যুবক ঘরে প্রবেশ করে। এ সময় ঘরের লোকজন বিষয়টি টের পেলে ভেন্টিলেটর দিয়ে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়লে স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। পরে মুমূর্ষু অবস্থায় হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়ে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা বলেন, গণপিটুনির শিকার ওই যুবককে সকালে জরুরি বিভাগে আনার আগেই মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, গণপিটুনিতে নিহত মো. রাহাত এর মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।