উত্তেজনাকর ম্যাচে চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে কক্সবাজার

উত্তেজনাপূর্ণ জোন ফাইনালে শক্তিশালী চট্টগ্রামকে হারিয়ে বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠলো কক্সবাজার।

সোমবার রাঙ্গামাটির মারী স্টেডিয়ামে নির্ধারিত সময় গোলশূন্য ড্র থাকার পর খেলা গড়ায় টাইব্রেকারে। এতে চট্টগ্রাম দুটি গোল মিস করে টূর্নামেন্ট থেকে ছিটকে পড়ে। অন্যদিকে টানা ৪ গোল করে ৪- ২ ব্যবধানে ফাইনাল নিশ্চিত করে কক্সবাজার।

খেলায় ট্রাইবেকারে গোল ঠেকিয়ে দেয়াসহ অনবদ্য নৈপুণ্যের জন্য প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন কক্সবাজারের গোলরক্ষক সাজিবুল ইসলাম। তার হাতে ট্রফি তুলে দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সাংগাঠনিক কমিটির সদস্য সচিব শাহনেওয়াজ রিটন। এ সময় রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

এদিকে কুমিল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত অপর জোনের উদ্বোধনী খেলায় ব্রাহ্মণবাড়িয়া ১-০ গোলে চাঁদপুরকে হারিয়েছে। বিজয়ী দলের পক্ষে গোলটি করেন তুহিন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক