চট্রলার কন্ঠ ডেস্ক।
হজে যাওয়ার আগে হজের নিয়মকানুন ঠিকঠাক শিখে যেতে মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব। হজ করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবছর লাখো মানুষ সৌদি আরবে পাড়ি জমান। হজ হল ইসলামের পাঁচ ফরজের একটি। পবিত্র নগরী মক্কা ও আশপাশের বিভিন্ন স্থানে হজের আনুষ্ঠানিকতা হয়।
সৌদি আরবের হজ মন্ত্রণালয় বলেছে, হজের নিয়মকানুন যেন যথাযথভাবে পালন করতে পারেন, সেজন্য প্রস্তুতি নেওয়ার সময় তা হজযাত্রীদের শিখে নেওয়া উচিত। নিজেদের এক্স অ্যাকাউন্টে মন্ত্রণালয় বলেছে, হজের মৌলিক ও অত্যাবশ্যকীয় বিষয়সমূহ, বিভিন্ন সুন্নাহ ও বিধিনিষেধ সম্পর্কে জানতে হবে। এছাড়া প্রতিটি রীতি এবং এ সংক্রান্ত নিয়মকানুন শেখার পাশাপাশি বিভিন্ন পবিত্র স্থান ও সংশ্লিষ্ট বিষয়ে জানাশোনা থাকতে হবে।
মন্ত্রণালয় বিভিন্ন ভাষায় হজ সম্পর্কে হজযাত্রীদের বিস্তারিত নির্দেশনা দিয়েছে। এর মধ্যে ইংরেজি ভাষায় নির্দেশনা মিলবে এই লিংকে গেলে https://learn.haj.gov.sa/home/tracks/details/15787
মুসলমানদের মধ্যে যারা শারীরিক ও আর্থিকভাবে হজযাত্রায় সক্ষম, তাদের জীবনে একবার হলেও হজে যাওয়া ফরজ। ইসলামিক চন্দ্র ক্যালেন্ডারের শেষ মাস– জ্বিলহজের অষ্টম দিন থেকে প্রতিবছর হজ শুরু হয়। হজের আনুষ্ঠানিকতা শেষ হয় সাধারণত পাঁচ দিনে। এ বছর হজ হবে জুনের প্রথম দিকে। সৌদি আরবে এরই মধ্যে পুরোদমে হজের প্রস্তুতি শুরু হয়ে গেছে। গাল্ফ নিউজের খবরে বলা হয়েছে, মক্কা ও অন্যান্য পবিত্র নগরীতে ‘অননুমোদিত’ হজযাত্রী ঠেকোতে সৌদি কর্তৃপক্ষ এবার কঠোর পদক্ষেপ নিয়েছে।