বিশ্বের সবচেয়ে ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় ডঃ ইউনুস

নিউজ ডেস্ক, চট্রলার কন্ঠ।

মার্কিন সাময়িকী টাইম এর বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় উঠে এসেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের নাম। ২০২৫ সালের এই তালিকা গতকাল বুধবার প্রকাশ করেছে প্রখ্যাত এ সাময়িকী, যেখানে ‘লিডারস’ ক্যাটাগরিতে প্রধান ইউনূস রয়েছেন ষষ্ঠ অবস্থানে। খবর বিডিনিউজের।

ম্যাগাজিনে প্রধান উপদেষ্টাকে নিয়ে মুখবন্ধ লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। সেখানে বলা হয়, ২০২৪ সালে শিক্ষার্থীদের আন্দোলনে বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রীর পতনের পর দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন সুপরিচিত নেতা নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস। এতে বলা হয়, কয়েক দশক আগে ক্ষুদ্র ঋণের মাধ্যমে দেশের সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। লাখো মানুষ এর সুবিধা পায়, যার মধ্যে ৯৭ শতাংশই নারী। ক্ষুদ্র ঋণ নিয়ে তারা ব্যবসা দাঁড় করান। পরিবারের ভরণ–পোষণের পাশাপাশি নিজেদের মর্যাদা ফিরে পান। তিনি বলেন, ইউনূসের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয় আরকানসাসে। তখনকার গভর্নর ব্লিন ক্লিনটনকে আমরা সাহায্য করছিলাম। যুক্তরাষ্ট্রে ইউনূসের মত আমিও একই ধরনের কর্মসূচি (ক্ষুদ্র ঋণ) চালু করি। তখন থেকে পৃথিবীর যত জায়গাতেই আমি গিয়েছি, তার কাজের অসাধারণ প্রভাব আমি দেখেছি। ইউনূসের সেই উদ্যোগের ফলে জীবনে রূপান্তর ঘটেছে, প্রান্তিক সমাজে উন্নতি এসেছে এবং পুনরায় আশা জেগেছে।

হিলারি লিখেছেন, এখন ইউনূস আবার তার দেশের আহ্বানে সাড়া দিয়েছেন। তিনি বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের আনতে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা করছেন, জবাবদিহিতা আনছেন, মুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজের ভিত গড়ছেন।

টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় ‘লিডারস ক্যাটাগরিতে’ ২২ জনের মধ্যে ইউনূস ছাড়াও রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, স্পেসএঙের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মেঙিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল–শারা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল তেদ্রোস আধানম গেব্রিয়েসুস। অন্যান্য ক্যাটাগরিতে অন্যদের মধ্যে রয়েছেন ব্রিটিশ গায়ক এড শিরান, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও টেনিস তারকা সেরেনা উইলিয়াম।

এর আগে যুক্তরাজ্যভিত্তিক বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘নেচার ম্যাগাজিনের’ ২০২৪ সালের বর্ষসেরা ১০ ব্যক্তির তালিকায় নাম আসে মুহাম্মদ ইউনূসের। তাকে ‘নেশনস বিল্ডার’ বা ‘জাতির কারিগর’ আখ্যা দিয়ে তার সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করে নেচার। সাময়িকীটির প্রতিবেদনে ‘বৈপ্লবিক অর্থনীতিবিদ থেকে বাংলাদেশের নেতা’ শিরোনামের লেখায় বাংলাদেশের সরকার পতন থেকে শুরু করে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আসার প্রেক্ষাপট তুলে ধরা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক