ইমরান নাজির, চট্টলার কণ্ঠ।
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় যুবলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতরা মিছিলে অংশগ্রহণ করেছিল।
আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি সিভয়েস২৪’কে নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার পাঁচজন হলেন—দিদারুল আলম (৩৩), আরিছ উদ্দিন (২৫), মো. শাহেদ (২৬), মো. জুয়েল (২৮) ও মো. সুমন।
এর আগে, আজ সকাল ৭টার দিকে নগরের বহদ্দারহাট এলাকায় নগর যুবলীগ নেতা মোহাম্মদ হানিফের নেতৃত্বে আট থেকে ১০ জন একটি বিক্ষোভ মিছিল বের করে।
KSRM
KSRM
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া মিছিলের একটি ভিডিওতে দেখা গেছে, একটি ব্যানার হাতে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনার দাবিতে মিছিলে অংশ নিয়েছে জনাদশেক নেতাকর্মী। তাদের বেশিরভাগেরই মুখে ছিল মাস্ক। তারা সবাই ‘জয় বাংলা, জয় বঙ্গবঙ্গু’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নায়’ সহ শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।
মিছিলের অগ্রভাগে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা হানিফ। আর মিছিলে থাকা ব্যানারটিতে লেখা ছিল, ‘১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মোহাম্মদ হানিফের নেতৃত্বে বিক্ষোভ মিছিল।’ ব্যানারের নিচে প্রধান উপদেষ্টাকে কটূক্তি করে লেখা ছিল— ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে। ইউনূস তুই রাজাকার, এই মুহুর্তে বাংলা ছাড়’।
জানতে চাইলে চট্রলার কন্ঠকে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার ভোরে যুবলীগের কিছু নেতাকর্মী মিছিল বের করে। সেটার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ফুটেজ দেখে মিছিলে থাকা পাঁচজনকে আমরা গ্রেপ্তার করেছি।’
মিছিলে যুবলীগ নেতা হানিফ ছিলেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘ভিডিওতে ব্যানারের সামনে সাদা পাঞ্জাবি পড়া যিনি ছিলেন তিনিই যুবলীগ নেতা হানিফ। তাকে এখনও আমরা ধরতে পারিনি।’