রাঙ্গুনিয়াই পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে আছমা সিদ্দিকা সাফা (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ২নং ওয়ার্ড খন্ডলিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

সে ওই এলাকার সৌদিয়া প্রবাসী মো. হাসান আলীর ছেলে৷ আজ সোমবার (৭ এপ্রিল) প্রবাসফেরত পিতা দেশে ফিরলে শিশুটিকে দাফন করা হবে বলে জানান স্বজনরা।

নিহত শিশুর স্বজন এম এ জব্বার সিকদার চট্টলার কণ্ঠকে জানান, রবিবার সন্ধ্যার দিকে বাড়ির উঠানে অন্যান্য শিশুর সাথে খেলছিলো সে। একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে সবাই খোঁজাখুঁজি শুরু করে। প্রায় আধাঘন্টা পর পাশের পুকুরে তার নিথর দেহ দেখতে পাওয়া যায়। তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে পরিবারে এক ছেলে ও এক মেয়ের মধ্যে ছোট সন্তান ছিলো।

স্থানীয় ইউপি সদস্য মো. ইউসুফ জানান, শিশুটির এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে, পরিবারে চলছে শোকের মাতম। সন্তানের এমন মৃত্যুর খবরে প্রবাস থেকে ছুটে আসতেছেন পিতা। তিনি বাড়ি ফিরলে সোমবার বিকালের দিকে তার লাশ দাফন করা হবে বলে জানান তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক