জসিম উদ্দিন রাজু।
চট্টগ্রামের বোয়ালখালীর চরণদ্বীপে সেনাবাহিনীর বিশেষ অভিযান অস্ত্র-মাদকসহ চার শীর্ষ সন্ত্রাসী ও মাদকব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার (৬ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে ইউনিয়নের মসজিদ ঘাট এলাকায় ক্যাম্প কমান্ডার মেজর রাসেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় তাদের থেকে ২টি লোকাল গান, ৩টি এ্যামোনিশন, ৫৭টি দেশীয় অস্ত্র, ৯টি মোবাইল সেট, ৭৫০ গ্রাম গাজা, ২ লিটার দেশি মদ, ৪ হাজার ৭০০ বৈদেশিক মুদ্রা (দিরহাম) এবং নগদ ৫২ হাজার ৬৭০ টাকা জব্দ করা হয়।
আটকরা হলেন— উপজেলার চরণদ্বীপ এলাকার হাসু মিয়ার ছেলে মো. বাবুল মিয়া (৫০), একই এলাকার মৃত আফজাল আহম্মেদের ছেলে মো. মনজুরুল আলম (৩৭), মৃত আনু মিয়ার ছেলে মো. মুমিন হোসেন (২৪) এবং মো.মুজাহিদের ছেলে মো. বাবুল (৫০) ওরফে গ্যাস বাবুল।
বোয়ালখালী উপজেলার ক্যাম্প কমান্ডার মেজর রাসেল জানান, আটকদের বিরুদ্ধে আমাদের কাছে তথ্য রয়েছে। তারা এলাকায় আধিপত্য বিস্তার করে চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে দীর্ঘদিন ধরে। এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা হিসেবে জব্দকৃত মালামাল ও আসামিদেরবোয়ালখালী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে— জানান সেনা ক্যাম্পের এ কমান্ডার।