ইয়াসিন বায়েজিদ।
চট্টগ্রাম নগরের স্বনামধন্য কুটুমবাড়ি রেস্তোরাঁয় রান্নার জন্য রাখা বেগুনে মিলেছে পোকা। এ অপরাধে রেস্তোরাঁ মালিককে ৩২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৩০ অক্টোবর) সংস্থাটির চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার ও মো. আনিছুর রহমান এ অভিযান পরিচালনা করেন। একই অভিযানে খুলশীর ‘কোরিয়ান রেস্টুরেন্ট-খুলশী হিল’ নামে আরেকটি রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।