নতুন অধ্যক্ষ নিযুক্ত হল চট্টগ্রামের তিনটি সরকারি কলেজে

নতুন অধ্যক্ষ পেল চট্টগ্রামের তিন সরকারি কলেজ। এ কলেজগুলো হলো, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ, সরকারি কর্মাস কলেজ ও পটিয়া সরকারি কলেজ।

গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের (সরকারি কলেজ-২) এর উপ সচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে সংযুক্ত ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীন, সরকারি কর্মাস কলেজে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে সংযুক্ত ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক মো. শাহ আলমগীর এবং পটিয়া সরকারি কলেজে সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজে সংযুক্ত অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ ফেরদৌস আলম অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে দেওয়া ওই আদেশে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এসব কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা এ পদে দায়িত্ব পালন করবেন। আগামী ৫ নভেম্বরের মধ্যে তাঁরা বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। নতুবা একইদিন দুপুরে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।

এর আগে, গত ৮ অক্টোবর চট্টগ্রাম সরকারি সিটি কলেজের অধ্যক্ষ সুদীপা দত্তকে বদলি করে নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয় সাতকানিয়া সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক জসিম উদ্দীন আহমেদকে। তার দুই দিনের মাথায় নতুন আরেকটি প্রজ্ঞাপনে অধ্যক্ষ পদ থেকে সরিয়ে উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয় অধ্যাপক জসিম উদ্দীন আহমেদকে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অধ্যক্ষ পদ শূন্য ছিল সরকারি কর্মাস কলেজ ও পটিয়া সরকারি কলেজে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়েই চলছিল সরকারি এই দুই কলেজ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক