চসিকের এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে নগরের কোতোয়ালী থানার লাভলেইন এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী।

ওসি বলেন, ‘লাভলেইন এলাকার একটি বাসা থেকে সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চুকে আমরা গ্রেপ্তার করেছি। তাকে এইমাত্র থানায় আনা হয়েছে। তিনি সরকার পতনের পর হওয়া সহিংসতা মামলার এজাহারনামীয় আসামি।’

সলিমুল্লাহ বাচ্চু এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। তিনি গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক