ইমরান নাজির।
চট্টগ্রাম নগরের জামালখানে শুক্রবার রাতে ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ডাকা বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর পর তারা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের কার্যালয় ঘেরাও করেছে।
শনিবার (১৯ অক্টোবর) দুপুর ৩টার দিকে নগরের জামালখানে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। পরে সেখানে সিএমপি কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়ে মিছিল সহকারে নগরের দামপাড়ায় পৌঁছেন তারা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ সমাবেশে বলেন, ‘যারা এদেশের ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়েছে, খুন করেছে, গুম করেছে। তাদের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। তাই আমরা শিক্ষার্থীরা এই চট্টগ্রাম থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগসহ স্বৈরাচারের সকল দোসর সংগঠনকে নিষিদ্ধ করছি।’