ওয়াসিম জাফর
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে মতবিনিময় সভায় চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহকে নিয়ে হট্টগোল হয়েছে। পরে তাকে সভা থেকে বাহিরে নিয়ে যান উপস্থিত ব্যবসায়ীরা। অবশ্য এ সময় মাহফুজুল শাহ দাবি করেন, আমন্ত্রণ পেয়েই তিনি সভায় হাজির হয়েছেন।
আজ শনিবার (১৯ অক্টোবর) দুপুর তিনটায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে উপদেষ্টা পৌঁছানোর আগে সভায় সাবেক এ পরিচালকের উপস্থিত হওয়া নিয়ে এ হট্টগোলের সৃষ্টি হয়।
এর আগে কনফারেন্স রুমে মতবিনিময় সভায় উপস্থিত হন চট্টগ্রামের বিভিন্ন দপ্তর, অ্যাসোসিয়েশন, ব্যবসায়ী ও শ্রমিক প্রতিনিধিরা। এরই মধ্যে সেখানে উপস্থিত হয়ে তার জন্য নির্ধারিত আসনে বসেন চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ। এর পরপরই তার বিরুদ্ধে নানা স্লোগান দিতে শুরু করেন ব্যবসায়ীদের একাংশ। একপর্যায়ে তিনি আসন ছেড়ে দাঁড়িয়ে তাদের কিছু বোঝানোর চেষ্টা করেন। পরে তাকে সভার বাহিরে নিয়ে যাওয়া হয়।
লোকমান নামে একজন ব্যবসায়ী বলেন, ‘এরা সাবেক সংসদ সদস্য লতিফের সঙ্গে মিলে এখানে ভুয়া ভোটার বানিয়ে চেম্বারকে ধ্বংস করে ফেলেছে। এদের বাদ দিয়েই চেম্বার নতুন করে গড়ে তুলতে হবে।’
ঘটনা প্রসঙ্গে জানতে চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ’র সঙ্গে যোগাযোগ করে সাড়া পাওয়া যায়নি।