চট্টগ্রাম কলেজে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা হল

শিক্ষার্থীদের দাবির মুখে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হয়েছে চট্টগ্রাম কলেজে। মঙ্গলবার (১ অক্টোবর) প্রতিষ্ঠানটির অ্যাকাডেমিক কাউন্সিলের ১৫৪তম জরুরি এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে একাডেমিক কাউন্সিলের ১৫৪ তম সভার সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক তৎপরতা, মিছিল, সভা ও সমাবেশ নিষিদ্ধ করা হলো।

রাজনীতি নিষিদ্ধের বিষয়ে চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী বলেন, ‘বার বার মিছিল মিটিং হওয়ার কারণে ক্লাসের পড়াশোনায় প্রভাব পড়েছে, ছাত্রদের উপস্থিতি কমে গেছে। এভাবে মিছিল মিটিং চললে ছাত্ররা আতঙ্কিত হয়ে যায়, অভিভাবকরা আতঙ্কিত হয়ে যায়। তাই একাডেমিক কাউন্সিলের সভা ডেকে মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী সাময়িকভাবে কলেজে সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।’

এর আগে ২৬ সেপ্টেম্বর ছাত্রদলের নেতাকর্মীদের বেধড়ক পিটুনির অভিযোগ ওঠে ছাত্রশিবিরের বিরুদ্ধে। যদিও অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে শিবির। এরপর ২৯ সেপ্টেম্বর ছাত্র-রাজনীতি বন্ধসহ পাঁচ দফা দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক