চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে বললেন উপদেষ্টা

চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। রবিবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। আমি আপনাদের প্রমিস করছি যদি মিডিয়া চাটুকারিতা করে তাহলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। অন্তত এই (অন্তর্বর্তী সরকার) আমলে মিডিয়া চাটুরকারিতা করলে তা বন্ধ করে দেওয়া হবে। এক্ষেত্রে বিদেশি চাপ থাকলে থাকবে। তবুও মানা হবে না।

তিনি গণমাধ্যমের উদ্দেশ্যে বলেন, মিডিয়ায় চাটুকারদের ডাকবেন না। টকশোতে জ্ঞান-গর্ব কোনো আলোচনা হয় না। টকশোতে জ্ঞান-গর্ব কোনো আলোচনা হয় না। একটা দেশ ডোবে কখন, যখন মিডিয়া সত্য কথা বলে না। মিডিয়া সঠিক তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, মিডিয়াগুলো ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতো তাহলে পুলিশের এই অবস্থা হয় না। পুলিশের ওপর হামলা হয়েছে, তা খুবই বেদনাদায়ক। ছাত্ররা মারা গেছে এটাও বেদনাদায়ক। অথচ মিডিয়া বার বার বলেছে কিছুই হয়নি। কিন্তু বিবিসিতে আমি সব দেখেছি।

দেশে ঘটে যাওয়া সহিংসতা নিয়ে এম সাখাওয়াত বলেন, পুলিশের কাজ সেনাবাহিনী করতে পারে না। তারা তবুও করছে।

পুলিশকে লাঠিয়াল বাহিনী বানানো হয়েছে মন্তব্য করে তিনি বলেন, পুলিশকে সাধারণ মানুষকে মারতে মারণাস্ত্র দেওয়া হয়েছে।

এসব ঘটনার হুকুমদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেছেন, যারা পুলিশকে এভাবে ব্যবহার করেছে তাদের বিচার হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক