বিমানবন্দর সড়কে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ মে ২০২৪।
বিমানবন্দর সড়কে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
নগরের বিমান বন্দর জননেত্রী শেখ হাসিনা সড়কের ভিআইপি অংশে উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। রবিবার (২৬ মে) দুপুরে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ফুটপাত ও রাস্তার দুই পাশের অবৈধ ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং বাটার ফ্লাই পার্কের সামনের প্রায় দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানের পর সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী এলাকাটি পরিদর্শন করে উদ্ধার হওয়া জায়গায় বেষ্টনী তৈরির নির্দেশ দেন।

অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন চসিকের নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক