ড্রাইভিং পেশার আড়ালে মাদক বিক্রি করতো তারা

জগদীশ বসু।

Cvoice24.com
award banner
প্রচ্ছদচট্টগ্রাম
গাড়ি চালানোর আড়ালে মাদক বিক্রি করতো ওরা, গ্রেপ্তার ২
সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৭, ১১ মে ২০২৪
গাড়ি চালানোর আড়ালে মাদক বিক্রি করতো ওরা, গ্রেপ্তার ২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে গাঁজা ও ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (১০ মে) রাত সাড়ে আটটার দিকে উপজেলার জোরারগঞ্জ থানার খান সিটি সেন্টার এলাকায় সড়কের ওপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় ৩০ কেজি গাঁজা ও ৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা।

nagad
nagad

গ্রেপ্তারকৃতরা হলেন— মো.তুহিন (৩৮) ও মো. সোহেল (২৮)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শরীফ উল আলম জানান, র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি পিকআপের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা পিকআপটি থামানোর সংকেত দিলে না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এসময় ধাওয়া করে মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, দীর্ঘদিন যাবৎ ড্রাইভিং পেশার আড়ালে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে গাঁজা ও ফেন্সিডিল সংগ্রহ করে তারা চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে অধিক মূল্যে বিক্রি করে আসছে। দুজনকে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক