সাবেক এমপি নদভীর এপিএস গ্রেফতার

সাতকানিয়া প্রতিনিধি।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহম্মদ নেজামুদ্দীন নদভীর সহকারী একান্ত সচিব দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে মাদার্শা বাবুনগর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মারামারির মামলায় ১ বছরের সাজা পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা আদালতে বিচারাধীন বলেও জানা গেছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার সিভয়েস২৪কে বলেন, মারামারির একটি মামলায় সাজা পরোয়ানামূলে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক