মাদক ব্যবসায়ী কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার বহিষ্কার

চট্টগ্রামের সন্দ্বীপে মাদক কারবারে নাম ওঠা ছাত্রলীগ নেতা মারুফ হাসান ফয়সালকে সংগঠন  থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক সাদি মোহাম্মদ আকাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।

nagad

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন এবং শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. ফয়সালকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হল।’

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন,  ‘কেন্দ্রীয় কমিটি থেকে এমন একটি সিদ্ধান্ত আমাদের কাছে এসেছে। সেই মোতাবেক ফয়সাল এখন আর ছাত্রলীগের সদস্য নয়।’

গত সোমবার ২৩ বোতল বিদেশি মদসহ আবু তাহের (৩৮) নামে এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করে সন্দ্বীপ থানা পুলিশ। তাঁর তথ্য অনুযায়ী বিদেশি মদগুলো যাচ্ছিল উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি মাহরুফ হাসান ফয়সালের কাছে। ঈদ উপলক্ষে বিক্রির জন্য এসব মদ মজুদ করছিলেন তিনি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। মাদক মামলার পর থেকে পলাতক রয়েছেন ফয়সাল।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক