ইয়াবা জব্দের মামলায় ভ্যানচালকের যাবজ্জীবন

একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় ১০ হাজার ইয়াবা জব্দের মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আরেক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রোববার (৩১ মার্চ) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এ রায় দেন।

বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানিয়েছেন, দণ্ডিত ইব্রাহিম খলিলের (২৯) বাড়ি কুমিল্লা জেলার বরুড়া উপজেলায়। তিনি ইয়াবা বহনকারী পিকআপটি চালাচ্ছিলেন। খালাস পাওয়া একই এলাকার মো. হালিম (৩৬) পিকআপচালকের সহকারী ছিলেন বলে মামলার নথিতে উল্লেখ আছে।

প্রসঙ্গত, ২০২০ সালের ২১ এপ্রিল রাত ১২টার দিকে নগরের বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন-মুরাদপুর সড়কের রউফাবাদ এলাকায় র‌্যাবের চেকপোস্টে পিকআপটি তল্লাশির মুখে পড়ে। এ সময় গাড়ি ফেলে চালক ইব্রাহিম খলিল ও সহকারী হালিম পালিয়ে যাচ্ছিলেন। র‌্যাব সদস্যরা দুজনকে ধাওয়া দেন। ইব্রাহিম আটক হলেও হালিম পালিয়ে যান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক