ইমরান নাজির।
নগরীর বাকলিয়া এহসান সিটি আবাসিক এলাকায় ‘এহসান গার্ডেন ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশন’র উদ্যোগে খতমে কুরআন উপলক্ষ্যে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) গার্ডেনের প্রেয়ার হলরুমে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মুসলিম উদ্দিনের সভাপতিত্বে উক্ত মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একরাম উদ্দিন, হুমায়ুন মোর্শেদ, আবু মোর্শেদ, শহিদুল ইসলাম শাহেদ, মোহাম্মদ এহসান, আলী হাসান সাজিদ।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইমাম আব্দুর রহিম, হাফেজ মো. ইদ্রিস, হাফেজ মো. বোরহান, এড. রমিজ উদ্দিন, মো. আব্দুল করিম, মো. লালু, সাইফুল আলম, শাহাদাত হোসেন, মো. সাইফুল মো. ফারুক, সাংবাদিক এমএইচএস. সাজ্জাদ প্রমুখ।
অতিথিদের বক্তব্যে বক্তারা প্রতিবছরের ন্যায় এ বছরেও খতমে কুরআন ও ইফতার মাহফিল আয়োজন করার জন্য সবার সর্বাঙ্গীণ সহযোগিতার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এর আগে শিশু- কিশোরদের নিয়ে বিশেষ প্রতিযোগিতামূলক কেরাত, হামদ ও নাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরষ্কার বিতরণ করেন।
ইফতারের পূর্বে ও তারাবীহ নামাজের পরে দেশ- জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা এবং ফিলিস্তিন সহ সারাবিশ্বের মুসলমানদের শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. ইদ্রিস।