চাঁদগাওয়ে আগুনে পুড়লো দোকান ও বসতঘর

চট্টগ্রাম নগরের চান্দগাঁও মৌলভী পুকুর পাড় এলাকায় একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে দোকানের পেছনে একটি বসতঘরে। এতে কেউ হতাহত না হলেও দুটি দোকানসহ পুড়ে গেছে ওই বসতঘর। এতে দোকানের মালামাল ও ঘরের আসবাবপত্র মিলিয়ে প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা বাহার সিভয়েস২৪-কে বলেন, ‘প্রথমে আরাকান সড়কের পাশে একটি দোকানে আগুন লাগে। পরে পিছনের একটি বাসায় আগুন ছড়িয়ে পড়ে।  স্থানীয় এক ব্যক্তি কালুরঘাট ফায়ার স্টেশনে খবর দিলে দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, এ ঘটনায় দুটি দোকানে আগুনে প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রায় ৫০ লাখ টাকার দোকানের সরঞ্জাম ও ঘরের আসবাবপত্র। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক