স্বাধীনতা দিবসেও অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি

স্বাধীনতা দিবসেও অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি

২৬ মার্চ স্বাধীনতা দিবসে এবারও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ব্যবস্থাপনায় মিউনিসিপ্যাল মডেল স্কুল ও কলেজ মাঠে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে পুস্পস্তবক ও ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন নগরবাসী।

মঙ্গলবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে অস্থায়ী শহিদ মিনারে ফুল দেওয়ার পর চসিক কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। এরপর চসিক কার্যালয়ে নির্মিত মুজিব কর্নারের উদ্বোধন করবেন মেয়র।

nagad

এ বিষয়ে চসিকের অভ্যন্তরীণ সভায় মেয়র বলেন, ‘নির্মাণাধীন শহীদ মিনার দৃশ্যমান না হওয়া এবং সিড়ি সংকীর্ণ ও বয়োবৃদ্ধদের উপযোগী না হওয়া নিয়ে অনেকের অভিযোগ আছে। বিষয়টি সুরাহা না হওয়ায় গতবারের মতো এবারও মিউনিসিপ্যাল স্কুল প্রাঙ্গণে আমরা শ্রদ্ধা নিবেদন করব।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক