কর্ণফুলীর তীরে অজ্ঞাত বৃদ্ধার লাশ

 কর্ণফুলী নদীর তীরে ভেসে আসা এক অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। রোববার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সদরঘাটের কর্ণফুলী নদীর আসাম-বেঙ্গল ঘাটের পাশে লাশটি পাওয়া যায়।

নৌ পুলিশের সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরাম উল্লাহ বলেন, মৃত নারীর পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা কেউ চিনতে পারছে না। তার বয়স প্রায় ৫০-৫৫ বছর। অজ্ঞাত বৃদ্ধা পরনে কালো ব্লাউজ ও নীল রঙের পেটিকোট ও কানে দুল ও হাতে চুড়ি আছে।

ওসি একরাম বলেন, ‘জোয়ারে কাছাকাছি কোনো স্থান থেকে ভেসে এসে তীরে লাশটি আটকে গেছে বলে আমাদের মনে হচ্ছে। শরীরের বাইরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক