ছাত্রসেনা নেতা রইছ হত্যাকান্ডে ক্ষোভে ফুসছেন আলেম সমাজ

‘মিথ্যা অভিযোগে’ গাজীপুরে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে প্রকাশ্যে ব্যাপক মারধর করে কিছু মানুষ। এ ঘটনার পর যথাযথ ‘চিকিৎসা’ না পেয়ে কারাগারে মারা যাওয়ায় ক্ষোভে ফুসছেন আলেম সমাজ। তাকে নির্যাতন ও হত্যার প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে আল্লামা জয়নাল আবেদীন আল কাদেরী বলেছেন, ‘একজন মসজিদের খতিবকে রাস্তার মানুষ পিটিয়ে মারে, এরপর পুলিশ হেফাজত করে না। তাহলে আপনাদের বলতে চাই— দেশের সবচেয়ে শ্রেষ্ঠ ভিআইপি হচ্ছে, যারা মসজিদের মিম্বরের খেতাবের দায়িত্ব পালন করে। কারণ, কুরআন-হাদিস আমাদের (খতিব) ভিআইপি বলেছে।’

গত মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৪টায় চট্টগ্রাম ষোলশহর রেলস্টেশনে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

জয়নাল আবেদীন বলেন, ‘ষোলশহর রেলস্টেশন; যেখান থেকে দেশে অনেক বিপ্লব ঘটেছে। শহীদ রইস উদ্দিনকে ছোট বেলা থেকে আমি জানি। তাঁর ব্যাপারে যে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে; কেয়ামতের মাঠে সেটা প্রমাণিত হবে।’

পুলিশ-প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, ‘আলেমেদ্বীন কারাগারে মারা যাওয়া মানে, পুরো বাংলাদেশের আলেম সমাজের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। শুধু আমরা নয়; প্রত্যেক ঘরনার আলেমরা এ বিষয়ে কথা বলছে। কারণ, দিনশেষে আমরা সবাই আল্লাহর দিনের দাওয়াত দিয়ে থাকি।’

রইস উদ্দিনকে পানি পান করতে না দেওয়া সেই পুলিশ সদস্যকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘কত বড় পশু এবং নির্মম হলে পানির বোতল সামনে নিয়ে আবার সেই পানির বোতল ফেরত নেয়। তখন বুঝতে পারলাম— আমরা যারা হকের পক্ষে কথা বলি, সত্যের পথে থাকি, টাকার কাছে বিক্রি হয় না, পাওয়ারকে পূজা করি না; আমাদের জন্য কারাবালায়ও পানি নেই, কারাগারেও পানি নেই। কিন্তু হাশরের মাঠে হাউজে কাউসার তো আছে।’

হকের পক্ষে কথা বলে রইস উদ্দিন প্রমাণ করেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘ওই মসজিদের বাতিলদের কথা না শুনে হকের পক্ষে কথা বলে রইস উদ্দিন শাহাদাতের অমীয় সুধা পান করেছেন।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক