নিজস্ব প্রতিবেদক,চট্রলার কন্ঠ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগর ও জেলা কমিটি প্রস্তাবনার লক্ষ্যে তিন সদস্যের টিম গঠন করেছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। এতে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) জোবাইরুল হাসান আরিফকে অঞ্চল তত্ত্বাবধায়ক করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং সদস্য সচিব আখতার হোসেন চট্টগ্রাম অঞ্চলের এই টিমের অনুমোদন দেন।
একই টিমের সংগঠক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আজিজুর রহমান রিজভী ও আরমান হোসাইনকে।
এছাড়া কমিটি গঠনের লক্ষ্যে ৯ জন সদস্যকে টিমের সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে। তারা হলেন—তাসনূভা জাবীন, হাসান আলী, সাগুফতা বুশরা মিশমা, মীর আরশাদুল হক, আহসানুল মাহবুব জুবায়ের, ইমরান শাহরিয়ার, নীলা আফরোজ, জাওয়াদুল করিম এবং জুবাইর আলম।