হাটহাজারীতে ডাকাতের গুলিতে সেনা সদস্য গুলিবিদ্ধ

কাজী মুবিন হোসেন, হাটহাজারী প্রতিনিধি,চট্রলার কন্ঠ।

হাটহাজারীতে ডাকাতের গুলিতে মুহাম্মদ শহীদুল ইসলাম (২৮) নামে সেনাবাহিনীর এক সৈনিক আহত হয়েছেন। তিনি উপজেলার মেখল ইউনিয়নের স্থায়ী বাসিন্দা।

শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমইএচ) পাঠানো হয়েছে।

nagad
nagad

এদিকে খবর পেয়ে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

জানা গেছে, হাটহাজারী বাস স্টেশন মেখল রোডের মাথায় গাউছিয়া গ্রোসারিতে অস্ত্র নিয়ে চারজন মুখোশ পরিহিত যুবক ঢুকে ক্যাশবাক্স থেকে টাকা নিয়ে নেয়। বাড়ির পাশের দোকানটি চালায় শহীদুলের ভাই রাশেদুল ইসলাম ও আমিনুল ইসলাম। দোকানে বিকাশ ও নগদের পরিবেশক হিসেবে তারা লেনদেন করতেন। রাত দুইটার দিকে রাশেদুল বাড়ি ফিরতে দেরি হওয়ায় মোবাইলে দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতে গিয়ে আমিনুল অস্ত্রধারী ডাকাতদের দেখতে পান। এরপর বাইরে এসে ‘ডাকাত, ডাকাত’ চিৎকার করলে তার ভাই শহীদুলও বের হয়ে দোকানে যান। এসময় ডাকাতরা শহীদুলকে গুলি করে পালিয়ে যায়। তারা দুটি ক্যাশবাক্সের টাকা ও দোকানের বিভিন্ন মালামাল নিয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলেও জানান স্থানীয়রা।

চট্রলার কন্ঠকে হাটহাজারী থানার ওসি আবু কাওসার মোহাম্মদ হোসেন ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল শনিবার গভীর রাতেও হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নে ৬নং ওয়ার্ডে একটি বাড়িতে ডাকাতি ও লুটপাটের ঘটনা ঘটে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক