পটিয়ায় আসলেন স্বাস্থ্য উপদেষ্টা।

পটিয়ায় ৫০০ শয্যার জেনারেল হাসপাতাল নির্মাণে সম্ভাব্য জায়গা পরিদর্শন করলেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগম। গতকাল শনিবার সকালে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের খলিল মীর ডিগ্রি কলেজের সামনে হরিণ খাইন আইডিয়াল স্কুল সংলগ্ন এলাকায় হাসপাতাল নির্মাণের এ সম্ভাব্য স্থান পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, এ অন্তর্বর্তীকালীন সরকার দেশের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামে ৫০০ শয্যার একটি জেনারেল হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। হাসপাতাল নির্মাণে দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় দুটি স্থান, কর্ণফুলী উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় একটি এবং হাটহাজারী উপজেলার ফটিকা ও মিঠাই ছড়া মৌজায় নতুন হাসপাতাল নির্মাণের সম্ভাব্য আরেকটি স্থান পরিদর্শন করা হয়। স্থান চূড়ান্ত করার বিষয়ে কোনো মন্তব্য না করলেও উপদেষ্টা জানান, বৃহত্তর জনগণের কল্যাণে যেখানে হাসপাতাল নির্মাণের প্রয়োজন হবে, সেখানেই সরকার এ হাসপাতাল নির্মাণ করবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক