ফটিকছড়িতে সাঁকো থেকে পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক।

চট্টগ্রামের ফটিকছড়িতে বাঁশের সাঁকো দিয়ে মোটারসাইকেল নিয়ে পারাপারের সময় নদীতে পড়ে মো. নুরুদ্দীন মঞ্জু নামে এক যুবক নিখোঁজ হন। টানা তিন ঘণ্টা খোঁজাখুঁজির পর মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার (১৬ এপ্রিল) রাত ১০টায় হালদা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এরআগে, সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নাজিরহাট পৌরসভা ও সুন্দরপুর পাঁচপুকুরিয়া সীমান্ত সিদ্ধাশ্রম ঘাটে এ ঘটনা ঘটে। বন্ধু তাজ উদ্দিন

নিহত মঞ্জু ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।

জানা যায়, সুয়াবিল থেকে ক্রিকেট খেলা দেখে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন মঞ্জু ও তার আরেক বন্ধু তাজ উদ্দিন। সিদ্ধাশ্রম ঘাটে বাঁশের সাঁকো পার হতে গিয়ে মোটরসাইকেলসহ দুজনই নদীতে ডুবে যান। এ সময় তাজ উদ্দিন সাঁতরে ওপরে উঠে আসতে পারলেও মঞ্জু নিখোঁজ হন। পরে টানা তিন ঘণ্টা খোঁজাখুঁজির পর মঞ্জুর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মঞ্জু প্রবাসে থাকেন। মাস খানেক আগে বিয়ে করেছেন। তাঁর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক