আগামী রোজার আগেই নির্বাচন চান জামায়াতের আমির

নিউজ ডেস্ক, চট্টলার কন্ঠ।
নির্বাচনের জন্য ২০২৬ সালের জুন পর্যন্ত অপেক্ষা করতে রাজি নন জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান; বর্ষা ও প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা মাথায় রেখে আগামী রোজার আগেই ত্রয়োদশ সংসদ নির্বাচন করার পক্ষে নিজের দলের অবস্থান তুলে ধরেছেন তিনি। গতকাল বুধবার দুপুরে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক করেন জামায়াত আমীর। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নির্বাচন নিয়ে দলের এই অবস্থান বৈঠকে তুলে ধরার কথা জানান। খবর বিডিনিউজের।

সম্প্রতি লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে আসা শফিকুর রহমান বলেন, তারা (মার্কিন প্রতিনিধি দল) শুধু এটাই জানতে চেয়েছে, কখন আমরা এই নির্বাচন অনুষ্ঠানটা দেখতে চাচ্ছি। আমরা বলেছি যে, সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, তিনি এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন কিনা দেখতে চাই। এ বিষয়ে জামায়াত কী মত তুলে ধরেছে জানতে চাইলে দলটির শীর্ষ নেতা বলেন, আমাদের ভিউ হচ্ছে, এটা রমজানের আগেই শেষ হয়ে যাক। ওই জুন পর্যন্ত অপেক্ষা, কখন বর্ষা, ঝড়ঝাপটা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন আবার ইলেকশনটা না হওয়ার আশঙ্কা দেখা যাবে। তাই আমরা চাচ্ছি, ওই আশঙ্কার আগেই, রমজানের আগেই এইটা হয়ে যায়, সেটা আমাদের মতামত।

একজন সাংবাদিক জানতে চান, জামায়াত তাহলে আগামী রোজার আগেই নির্বাচন চাইছে কি না। জবাবে শফিকুর রহমান বলেন, হ্যাঁ। শুধু আগামী না। আগামী অনেক রোজাই আসবে। আগামী প্রথম রমজানের আগেই।

শফিকুর রহমান বলেন, তারা চান আগামী নির্বাচন হোক সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে, সেটা তারা মার্কিন প্রতিনিধি দলকেও বলেছেন। আমরা ইতোমধ্যে বলেছি, আপনারা জানেন। কেন চাই সেটাও আমরা বলেছি, আপনারা জানেন। নতুন করে আর বলার কিছু নাই। পাশাপাশি আওয়ামী লীগের বিচার দেখতে চাওয়ার প্রত্যাশার কথাও বলেন জামায়াতের আমীর।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক