কর্ণফুলীতে বিএনপি নেতার মায়ের জানাজা শেষে দুই গ্রুপের সংঘর্ষ

মইন উদ্দিন নিখিল

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিএনপি নেতা এহসান খানের মায়ের নামাজে জানাজা শেষে সংঘর্ষে জড়িয়েছে দলটির দুগ্রুপের নেতাকর্মীরা। এতে সাংবাদিকসহ আহত হয়েছেন কমপক্ষে ৭ জন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর ১২ টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের ডাকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঘটনার সূত্রপাত দক্ষিণ জেলা বিএনপি নেতা এহসান খানের মায়ের মৃত্যুতে সাবেক এমপি সরওয়ার জামাল নিজামের শোকের ব্যানার টাঙানোকে কেন্দ্র করে। জানাজার পরে কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এসএম মামুন মিয়া ও সরওয়ার জামাল নিজাম গ্রুপের সংঘর্ষে শুরু হয়। এ সময় এক গ্রুপ অন্য গ্রুপকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া করতে দেখা যায়।

এ বিষয়ে সাবেক এমপি সরওয়ার জামাল নিজাম অভিযোগ করে বলেন, ‘বিএনপি নেতা এহসান খানের মায়ের মৃত্যুতে আমার দেওয়া শোক ব্যানারটি ছিঁড়ে ফেলা হয়। পরবর্তীতে আমি জানাজার নামাজ শেষ করে চলে আসার পথে প্রধান সড়কে আগে থেকে ওঁৎ পেতে থাকা বিএনপির নামধারী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে আমাদের ওপর হামলা করে। এ সময় আমাদের ৫-৬ জন নেতা-কর্মী গুরুতর আহত হয়। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার খবর পেয়ে এলাকাবাসী ও আমাদের দলের নেতা-কর্মীরা সন্ত্রাসীদের ধাওয়া করলে তারা পিছু হঁটে। আমরা এই ঘটনায় দলের সিনিয়র নেতাদের জানিয়েছি।’

অন্যদিকে, কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এসএম মামুন মিয়ার অনুসারী সদস্য সচিব হাজী মুহাম্মদ ওসমান বলেন, ‘নিজাম সাহেবের সঙ্গে মামুন মিয়া গ্রুপের কোনো সংঘর্ষ হয়নি, মূলত বাইরে কিছু ছেলে সরওয়ার জামাল নিজামকে ভুয়া ভুয়া বলে চিৎকার দিলে এমপির অনুসারীরা ওই সব ছেলেদের ওপর হামলা চালায়।’

এ বিষয়ে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ‘দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ করেনি।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক