ঈদের তৃতীয় দিনে নারীসহ গ্রেফতার ২৯ জন

পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিনে চট্টগ্রাম নগরের (সিএমপি) বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, গ্রেপ্তাররা বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী এবং সহযোগী।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে নগর পুলিশের পক্ষ হতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

nagad
nagad

গ্রেপ্তাররা হলেন—মো. ওমর সানী (৩২), মো, আজাদ উদ্দিন (৪৭), জাফর (৩৫), শুভ প্রকাশ রবিউল (২৫), এনামুল হক (৩৬), মনজু প্রকাশ মজনু (২৯), মিঠু হালদার (৩০), রতন বড়াইক (৩৪), পূর্ণিমা বণিক সৃষ্টি (২৩), টুকু বালা নাথ (৫৮), আকাশ হোসেন প্রকাশ ইসলাম (১৯), মো. মুন্না (১৯), মো. রবিউল ইসলাম (৩০), মো. কিরন (২৮), জাহাঙ্গীর আলম চৌধুরী (৬৬), সাকিব (২২), মো. লাল চাঁন বাদশাহ (২৫), মানিক (৩৫), সাজ্জাদ (২৪), রোমান ইসলাম রাজু (১৯), নাছির (২৫), বেলাল (৫০), আসরাফুল প্রকাশ হাসু (২০), সোহেল প্রকাশ মুরগি সোহেল (৩১), সাইদ হোসেন জীবন (২৪), আলাল (২৭), পারভেজ (২৫), আলমগীর (২২) এবং জোবায়ের হোসেন (২৪)।

পুলিশ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ১ মার্চ(মঙ্গলবার) দিবাগত রাত ১২টা থেকে ২ মার্চ (বুধবার) রাত ১২টা পর্যন্ত বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা, সন্ত্রাসীবিরোধী ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক