ডাকাতির প্রস্তুতিকালে চাঁদগাঁওয়ে গ্রেফতার ৩ জন

ইমরান নাজির।

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে চান্দগাঁও থানাধীন পাঠানিয়াগোদা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

চট্রলার কণ্ঠকে এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- চান্দগাঁও থানার মো. সাজ্জাদ (২৪), বাঁশখালী উপজেলার রোমান ইসলাম রাজু (১৯) এবং চাঁদপুর জেলার শাহরাস্তি থানার মো. নাছির (২৫)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র দা, চাকু ও নাইফ জব্দ করা হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ধারালো দা-ছুরি জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক