গ্রেফতার হলেন গোসাইলডাঙ্গার সাবেক ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক এক কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় নগরীর গোসাইলডাঙ্গা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহাঙ্গীর আলম চৌধুরী চসিকের ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। তিনি নগর শ্রমিক লীগের সাবেক সভাপতির দায়িত্বেও ছিলেন।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান ছোট্টলার কণ্ঠকে জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও মামলা আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক