ইমরান নাজির।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পাশের পাহাড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানা যায়। বুধবার (২৬ মার্চ) দুপুর ২টা নাগাদ এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর কবীর হোসেন।
তিনি বলেন, ‘দুপুর ২টার দিকে চমেক হাসপাতালের পাশের একটি পাহাড়ে আগুন লাগে। সেখানে আমাদের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন নিভেছে। কোনো হতাহত নেই। তবে বিস্তারিত কোনো তথ্য এখন পর্যন্ত জানাতে পারছি না। ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।’
এর আগে সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পশ্চিম পাশের গোয়াছি বাগান সংলগ্ন (চটেশ্বরী এলাকায়) পাহাড়ে আগুন লাগার ঘটনা ঘটে।