রাঙ্গুনিয়াতে পিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্ত্রাসী হামলায় প্রাণ গেছে এক আওয়ামী লীগ নেতার। বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগের দিন মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার সরফভাটা মীরেরখীল বাজারের নিজ দোকানে তাকে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর জখম করে।

নিহতের নাম নুরুল ইসলাম তালুকদার (৭০)। তিনি উপজেলার সরফভাটা ইউনিয়নের ১নং ওয়ার্ড মীরেরখীল গ্রামের ইন্নাল আমিন তালুকদারের বড় ছেলে। পেশায় ব্যবসায়ী এই আওয়ামী লীগ নেতা ওয়ার্ড সভাপতির দায়িত্বে ছিলেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী জানান, গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে তিনি সরফভাটা মীরেরখীল বাজারের নিজ দোকানে ছিলেন। এ সময় হঠাৎ একদল সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে দোকান থেকে বের করে প্রকাশ্যে বেধড়ক মারধর করে এবং কুপিয়ে জখম করে চলে যায়।

তিনি আরো জানান, সন্ত্রাসীরা চলে যাওয়ার পরও ভয়ে কেউ দীর্ঘক্ষণ কাছে যায়নি। প্রায় আধাঘণ্টা সড়কে পড়ে থাকার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এক সপ্তাহ আগে সন্ত্রাসীরা তার কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছিল।

জানতে চাইলে চট্রলার কণ্ঠকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্টের পর থেকে চরম আইনশৃঙ্খলার অবনতি হয়েছে রাঙ্গুনিয়ায়। প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন এলাকায় ঘটছে নানা অরাজকতা। অশান্ত এক জনপদের নাম হয়ে দাঁড়িয়েছে রাঙ্গুনিয়া।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক