হোটেলে হাত-পা বাঁধা অবস্থায় নারীর লাশ, কথিত স্বামী পলাতক

ওয়াসিমুল বারী।

চট্টগ্রামের বহদ্দারহাটের আবাসিক হোটেল থেকে উদ্ধার হওয়া লাশ লিপি আক্তার নামে এক নারীর। ‘স্বামী’ পরিচয়ে এক তরুণের সঙ্গে তিনি ওই হোটেলে উঠেন তিনি। পুলিশের ধারণা, ওই তরুণীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে। তাই একই কক্ষে ওই পলাতক তরুণই এখন পুলিশের টার্গেট।

ফরহাদ ভোলা জেলার চরফ্যাশন থানার আমিনাবাদ গ্রামের আব্দুর রহিমের পুত্র।

গতকাল রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ‘হোটেল গুলজার’ নামে আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে ওই নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিক বিষয়টি নিশ্চিত করলেও সে সময় বিস্তারিত কিছু জানাতে পারেননি চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন। ওই সময়ে তিনি বলেন, এক নারীর লাশ পেয়ে আমাদের খবর দেওয়া হয়েছে। আমরা হোটেলে এসেছি মাত্র। বিস্তারিত পরে জানানো হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে সবশেষ রাত ৯টার দিকে পুনরায় চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘গতকাল (শনিবার) রাত সাড়ে ৯টার দিকে ফরহাদ নামে এক যুবক লিপি আক্তারকে স্ত্রী পরিচয় দিয়ে এই হোটেলে কক্ষ ভাড়া নেয়। ধারণা করা হচ্ছে ওইদিন রাত থেকে আজ সন্ধ্যা পর্যন্ত কোনো এক সময়ে ওই তরুণীর গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে ফরহাদ পালিয়েছে। লাশটি কক্ষের বাথরুমে পাওয়া গেছে। গলায় ওড়না পেঁচানো ছিল এবং পেছনে মুড়িয়ে হাত-পা বাঁধা অবস্থায় ছিল।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক