কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের তিনজনকে গুলি করে হত্যা

রহিম উল্লাহ উপল।

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের তিনজনকে গুলিতে হত্যা করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) ভোররাতে উখিয়া লাল পাহাড়-সংলগ্ন রোহিঙ্গা ক্যাম্প-২০ (এক্স), ব্লক-এস-৪, বি-৬ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ক্যাম্প-১৭ (এক্স) ব্লক ১০৪-এর বাসিন্দা আহাম্মদ হোসেন (৬৫), তার ছেলে সৈয়দুল আমিন (২৮) ও মেয়ে আসমা বেগম (১৫)।

চট্টগ্রামের কন্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ। তিনি জানান, ভোররাতে ঘরে ঢুকে একই পরিবারের তিনজনকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এতে মাথায়, বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে বাবা-ছেলে-মেয়ে মারা যান। তবে বাবা ও ছেলে ঘটনাস্থলে মারা গেলেও মেয়ে আসমাকে গুলিবিদ্ধ অবস্থায় ক্যাম্পের হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কিন্তু কী কারণে হত্যা করা হয়েছে সেটি এখনো জানা যায়নি।

তবে ক্যাম্প সূত্র জানায়, নিহত সৈয়দুল আমিন আরসার সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে দীর্ঘদিন যাবৎ সম্পৃক্ত বলে এলাকায় প্রচার রয়েছে। এ কারণে অজ্ঞাত সন্ত্রাসীরা এমন নৃশংসভাবে আক্রমণ চালিয়ে বাবা-বোনসহ তাকেও হত্যা করেছে। হামলার পর অজ্ঞাত সন্ত্রাসীরা লাল পাহাড়ের এস-৪, বি-৭ ব্লক দিয়ে পালিয়ে যায়। ক্যাম্প-১৭ থেকে এসে অস্থায়ীভাবে ক্যাম্প-২০ এ শেড তৈরি করে বাস করতেন তারা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক