বিএনপি নেতাদের সঙ্গে পাকিস্তানের হাই কমিশনের সাক্ষাৎ

পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে নানা ক্ষেত্রে সম্ভাবনা, ব্যবসাসহ দক্ষিণ এশিয়ায় পারস্পরিক আঞ্চলিক সহযোগিতা নিয়ে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে আলোচনা করেছে বিএনপি। আজ এই বৈঠকের পর দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দুই দেশের মধ্যে সুসম্পর্কসহ সব ধরনের অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।’

আজ শুক্রবার সকালে ঢাকার গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বিএনপি নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য শামা ওবায়েদ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক