হালদার বাঁধ ভেঙ্গে বন্যা, ঘরবন্দি লাখো মানুষ

সবুর খান।

কয়েক দিনের টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে হালদা নদীর বাঁধ ভেঙে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের লোকালয়ে ঢুকে পড়েছে পানি। এতে লক্ষাধিক পরিবার পানিবন্দি হয়ে আছে। তলিয়ে গেছে ফরহাদাবাদ, ধলই, মির্জাপুর ইউনিয়নসহ পৌরসভার কয়েকটি গ্রাম। জীবন বাঁচাতে অনেকে আশ্রয় নিয়েছে সরকারি বিভিন্ন আশ্রয় কেন্দ্রে।

টানা বর্ষণ ও পাহাড়ি ঢল আর খুলে দেয়া ত্রিপুরার ডুম্বুর বাঁধের পানি একিভূত হয়ে হালদা নদীর পানির গতির তীব্রতায় বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যা সোয়া সাতটার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ নাজিরহাট নতুন ব্রিজের পশ্চিম পাশ ছালামত দফাদারের বাড়ি সংলগ্ন হালদার প্রতিরক্ষাকারী এ বাঁধটি ভেঙে যায়। এর সঙ্গে সঙ্গে নদীর পানি হু হু করে লোকালয়ে ঢুকে পড়ে। কয়েক ঘণ্টার মধ্যে ফরহাদাবাদ ও ধলই ইউনিয়নের অনেক ঘরবাড়ি, রাস্তাঘাট, ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, পুকুর পানিতে তলিয়ে যায়। মাইকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণায় সবাইকে আশ্রয় কেন্দ্র কিংবা নিরাপদ জায়গায় সবাইকে সরে যেতে বলা হলেও অধিকাংশ মানুষই তা মানেননি। ফলে রাতেই পানিবন্দী হয়ে পড়ে এসব এলাকার হাজারো মানুষ। এ সময় প্রশাসনসহ এলাকার মানুষ উদ্ধার কাজে নামলেও পর্যাপ্ত নৌকা না থাকা, পানির স্রোতের কারণে সবাইকে পুরোপুরি উদ্ধার করা সম্ভব হয়ে উঠেনি। তারপরও ক্ষতিগ্রস্তদের উদ্ধারে তৎপরতায় ছিলেন স্থানীয়রা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক