প্রেমিকের হাত ধরেই কেনএনএফে আকিম বম

বান্দরবান জেলা সদরের লাইমীপাড়া থেকে অভিযান চালিয়ে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) বান্দরবান সদর ও রোয়াংছড়ি উপজেলা অঞ্চলের নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক আকিম বম (১৮) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫ সদস্যরা। একই অভিযানে গ্রেপ্তার হন লালসিয়ামলং বম (৬০) নামের কেএনএফের অপর এক সক্রিয় সদস্য। শুক্রবার (১৭ মে) এক ক্ষুদে বার্তায় বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন স্কোয়াড্রন লিডার তৌহিদুল মুবিন খান।

গ্রেপ্তারের পর ওই দিন বিকেলে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কনফারেন্স রুমে এ বিষয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন র‍্যাব-১৫ অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, মূলত ব্যাংক ডাকাতির ঘটনার পর কেএনএফের বিরুদ্ধে অভিযানে নামে যৌথবাহিনী। অভিযানে সংগঠনটির সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় শতাধিক সদস্য গ্রেপ্তার হয়। কেএনএফের ব্যাংক ডাকাতির ঘটনায়ও নারী সদস্যরা সম্পৃক্ত ছিল। সশস্ত্র সংগঠন কেএনএফের নারী শাখার সমন্বয়কের কাজটি পরিচালনা করতেন মূলত আকিম বম। শুধুমাত্র এই কাজের জন্যই তিনি রোয়াংছড়ি ও বান্দরবান জেলা সদরে বাসা ভাড়া করে থাকতেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক