বিশেষ প্রতিবেদক।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শুক্রবার (১৭ মে) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) নতুন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ। এরপর বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সমাধি সৌধ জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে, শুক্রবার ভোর থেকে জাতির পিতার সমাধি কমপ্লেক্সে খতমে কোরআনের আয়োজন করা হয়। শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা নওয়াব আলী।
nagad
nagad
জাতির পিতার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ শেষে সিডিএ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক দেশটি সৃষ্টি হতো না। এ অঞ্চলের মানুষের জীবনমানের কোনো উন্নয়ন হতো না। অনগ্রসর জনগোষ্ঠীর ছেলেমেয়েরা কখনো উচ্চশিক্ষার সুযোগ পেত না। বঙ্গবন্ধুর জীবনদর্শন ও আদর্শ ধারণ করে আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মকে প্রস্তুত করতে চাই।’
বঙ্গবন্ধুর ডাকে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন জানিয়ে ইউনুস বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে প্রতিরোধ লড়াইয়ে শামিল হয়েছিলাম। আজও ষড়যন্ত্রকারীরা তৎপর, তাদের সকল চক্রান্ত নসাৎ করতে বঙ্গবন্ধুকন্যার হাতকে শক্তিশালী করতে হবে। জাতির পিতার কন্যা আমাকে ভালোবেসে যে দায়িত্ব দিয়েছেন তা শতভাগ সততার সাথে পালন করতে চাই। চট্টগ্রামকে একটি পরিকল্পিত বাসযোগ্য নগরীতে পরিণত করবো। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার লক্ষ্য পূরণে একজন কর্মী হিসেবে নিজের সর্বোচ্চ দিয়ে সচেষ্ট থাকবো।