চবির অধিভুক্ত হল আরও ৪টি কলেজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অধিভুক্ত হয়েছে আরো চারটি কলেজ। এ নিয়ে চবি অধিভুক্ত হলো চট্টগ্রামের নয়টি কলেজ।

সোমবার (২২ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র উপ-সচিব স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

nagad

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেষ হাসিনার কর্তৃক প্রদত্ত নির্দেশনা ও অনুশাসন বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের নয়টি কলেজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করার জন্য মন্ত্রণালয়ের এই বিভাগ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উক্ত অনুশাসন যথাযথ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপ ও অপরাপর করণীয় বিষয় সম্পর্কে একটি প্রতিবেদন আগামী ৩০ এপ্রিলের মধ্যে এই বিভাগে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

নতুন করে চবি অধিভুক্ত কলেজগুলো হলো— সরকারি সিটি কলেজ , গাছবাড়িয়া সরকারি কলেজ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, পটিয়া সরকারি কলেজ। এর আগে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম সরকারি কলেজ , স্যার আশুতোষ সরকারি কলেজ, সরকারি কমার্স কলেজ এবং সাতকানিয়া সরকারি কলেজকে অধিভুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছিল শিক্ষা মন্ত্রণালয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক