সড়ক দুর্ঘটনায় চুয়েটের দুই শিক্ষার্থী নিহত

রাউজান প্রতিনিধি।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (২২ এপ্রিল) বিকেলে ৫টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকার জিয়ানগরে এ দূর্ঘটনা ঘটে। 

নিহত দুই শিক্ষার্থী হলেন শান্ত (২৩) ও মো.তৌফিক (২২)। শান্তর বাড়ি নরসিংদী এবং তৌফিকের (২২) বাড়ি নোয়াখালী বলে জানা যায়।

nagad

প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়েটের ওই দুই ছাত্র রাঙ্গুনিয়া থেকে চুয়েটের দিকে যাচ্ছিলেন। আর চট্টগ্রাম-কাপ্তাই সড়কে চলাচল করা শাহ আমানতের একটি বাস চট্টগ্রাম নগরের বহদ্দারহাট থেকে রাঙ্গুনিয়ার দিকে আসছিল। দ্রুতগতিতে আসা বাসটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। পরে তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাঙ্গুনিয়া থানার এস আই আবু সায়েদ জানান, শান্ত ও তৌফিক নামে চুয়েটের দুই ছাত্র রাঙ্গুনিয়া থেকে চুয়েটের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেডিকেলে পাঠিয়েছে। পরে খবর পেয়েছি চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন। বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক