নগরীর চান্দগাঁও থানা পুলিশ নেজাম (২৭) নামে এক মাদক কারবারিকে গ্র্রেপ্তার করেছে। গত শনিবার রাহাত্তারপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবীর বলেন, শনিবার রাত সোয়া ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাহাত্তারপুল এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা ও ১১শ টাকাসহ নেজামকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ৬টির বেশি মামলা আদালতে বিচারাধীন।