বাঁশখালীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক।

চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে পরাজিত প্রার্থীর সমর্থকদের বাড়িঘরে হামলার ঘটনায় মো. সেলিম উদ্দিন চৌধুরী নামে যুবলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

সেলিম উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক। শনিবার বাহারছড়া ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে রেজাউল করিম নামে এক প্রার্থী জয়ী হন। পরাজিত প্রার্থী জসিম উদ্দিন চৌধুরী খোকনের সমর্থক জালাল উদ্দিন চৌধুরীর বাড়িতে হামলা চালায় জয়ী প্রার্থীর সমর্থক সেলিম উদ্দিন চৌধুরী। রোববার সকালে সেলিম জালালের বাড়িতে গিয়ে তার স্ত্রী ও সন্তানকে মারধর করে। এসময় দেশিয় অস্ত্র হাতে প্রকাশ্যে জসিমের সমর্থকদের বাড়িঘরে হামলা চালানো হয়।

বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমদ বলেন, সেলিম নামে একজনকে আটক করা হয়েছে।

হামলার শিকার জালাল উদ্দিন বলেন, যুবলীগ নেতা সেলিম উদ্দিন, মোরশেদুল আলমসহ ২০-৫০ জন দেশিয় অস্ত্র হাতে আমার বাড়িতে ভাংচুর চালায়। বাইরে আমার বড় ছেলে হাসনাইন খেলা করার সময় তাকে লাথি মেরে এগিয়ে যায়। আমার স্ত্রী ফারহানা সুলতানা ঘরে ঢুকতে বাধা দিলে তারা তাকে লাথি ও কিলঘুষি মেরে ঘরে ঢুকে পড়ে। পরে ঘরের জিনিসপত্র নষ্ট করে এবং আলমারিতে রক্ষিত স্বর্ণ ও মালামাল লুট করে নিয়ে যায়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক